বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের আহতদের এন্তার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১১:২৪ এএম

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের ঘটনায় আহত ১৪জন ২৫০বেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের এন্তার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

হাসপাতালের বেডে যন্ত্রণায় ‘আহা উহু’ করছে আহত কিশোররা। তাদের কথা কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারিরাই বেধড়ক পিটিয়ে আহত করেছেন। খাবারের ব্যাপারে প্রতিবাদ করায় কথাকাটাকাটির জেরই এই ঘটনা।

হাসপাতালে চিকিৎসাধীন কিশোর উন্নয়ন কেন্দ্রের ঈশান জানায়, কেন্দ্রের লোকজন আমাদের লাঠিপেটা করে। হাসপাতালে আহতদের স্বজন ও সাংবাদিকদের কথা বলতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল মর্গে নিহত ৩ কিশোরের লাশ ময়না তদন্তের অপেক্ষায় আছে। তাদের স্বজনরা এসে লাশ গ্রহণ ও প্রশাসনের কাছে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দেবেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন