শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শুনানির মধ্যেই হুক্কাপান, বিতর্কে আইনজীবী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ৪:৫১ পিএম

ভারতের রাজস্থান হাই কোর্টের ভার্চুয়াল শুনানী চলাকালীন সময়েই ভিডিও কলের মাধ্যমে তাতে অংশগ্রহণ করা প্রবীণ আইনজীবী রাজীব ধাওয়ান হুক্কায় টান দিয়েছিলেন। তাতেই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তোলপাড় সোশ্যাল মিডিয়া।

বৃহস্পতিবার হাই কোর্টের সেই শুনানীতে বক্তব্য রাখছিলেন আরেক প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল। তার কথা মন দিয়ে শুনছিলেন বাকি দুই আইনজীবী। আচমকা মামলার কাগজ নিজের মুখের দিকে টেনে নেন রাজীব ধাওয়ান। তার নিচে লুকিয়ে টান দেন হুক্কায়। তবে কাগজের ফাঁক দিয়ে হুক্কার ধোঁয়া বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। ভাবলেশহীন মুখে বসেই ছিলেন বাকি দুই আইনজীবী। শেষ পর্যন্ত বক্তব্য দিয়ে যান কপিল সিব্বল। তবে ধাওয়ানের সুখটান তাড়াতাড়ি শেষ হয়নি। শেষের মুহূর্তে কাগজ সরতেই দেখা যায় তার প্রিয় হুক্কাটি। টুইটারে এই ভিডিও ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি।

লকডাউনের সময় থেকেই ভার্চুয়াল শুনানির পথ বেছে নিয়েছে রাজস্থান হাই কোর্ট। তাতে শুধু রাজীব ধাওয়ানই নয়, অনেকেই এভাবে হালকামেজাজে ভিডিও কনফারেন্সে হাজির হচ্ছেন। কেউ বাড়ির পোশাকেই অনলাইন হতে শুরু করেছেন। কেউ আবার আরামে গা এলিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন। এই প্রসঙ্গে গত ১৫ জুন নির্দেশনা দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। জানানো হয়েছিল, ভার্চুয়াল শুনানি চলাকালীন আইনজীবীদের যথাযথ পোশাকে ক্যামেরার সামনে থাকা উচিত। কোনও অপ্রীতিকর ছবি তুলে ধরা উচিত নয়। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন