কোভিড-১৯ মহামারি ও বিদ্যমান বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন করতে পারবেন। শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব (২০২০-২১)/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২০-২১)/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২০-২১)/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (২০১৮-১৯)/মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন [এমবিএ] (২০১৮-১৯)/এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০১৯-২০) কোর্সসমূহে অনলাইন প্রাথমিক আবেদনের সময় আগামী ১৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন