বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জম্মু-কাশ্মীরে গুলিতে দুই পুলিশ নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

শ্রীনগরের উপকণ্ঠে শুক্রবার সকালে পুলিশের একটি দল জঙ্গিদের হামলার মুখোমুখি হয়। তাতে জম্মু-কাশ্মীর পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ স‚ত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানতে পেরেছে, নওগামে হামলার শিকার হয় দলটি। ওই আক্রমণে তিন পুলিশ আহত হন এবং চিকিৎসা করাতে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। কাশ্মীর পুলিশ টুইটারে ওই ঘটনার সর্বশেষ তথ্য জানায়, ‘নওগাম বাইপাসের কাছে একটি পুলিশ দলের ওপর এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। ৩ পুলিশ সদস্য আহত হন, তাদের দুজন মারা গেছেন। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। স্বাধীনতা উদযাপনে সন্ত্রাসীরা যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য কাশ্মির পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কর্মকর্তারা জানান, স্বাধীনতা উদযাপনের ভেন্যু শের ই কাশ্মির ক্রিকেট স্টেডিয়ামের কাছে টহল দিচ্ছে পুলিশ। এই অঞ্চলের অন্য জেলাগুলোতেও একই ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা
বাহিনী। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন