শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৬ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মাহবুব তালুকদার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ১৬ দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামীকাল রোববার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। এছাড়া আগামী ৩১ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
গতকাল শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব এবং তার একান্ত সচিব মো. এনাম উদ্দিন। মেয়ে, একন্ত সচিব ও নিজের সব ধরনের খরচ বহন করতে হবে মাহবুব তালুকদারকে। এটি ব্যক্তিগত সফর হিসেবে গণ্য হবে। এর আগেও মাহবুব তালুকদার ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই তিনি সেই সফরে যান। তখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইসির অন্য কমিশনাদের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট দিয়ে। ২০১৮ সালের ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। ফলে নির্বাচনের আগে বিধি মোতাবেক প্রেসিডেন্টর সঙ্গে কমিশনাররা দেখা করলেও যুক্তরাষ্ট্রে থাকায় অনুপস্থিত ছিলেন মাহবুব তালুকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন