বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নারীসহ জাল নোট চক্রের ৫ সদস্য গ্রেফতার

পল্টনে জাল টাকা তৈরির কারখানার সন্ধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

রাজধানীর পুরানা পল্টনের একটি ভবনে জাল টাকা তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। পরে ওই কারখানায় অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ একটি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন নারী সদস্য রয়েছেন। গতকাল বিকেলে পুরানা পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের দক্ষিণ পাশের ২৫/২ নম্বর ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কারখানার অর্থদাতা শাহিন, হান্নান, কাওসার, আরিফ, ইব্রাহিম ও নারী সদস্য খুশি। এ সময় তাদের কাছ থেকে ৫/৬ কোটি জাল নোট তৈরির মতো কাঁচামাল ও নোট তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। একই সঙ্গে তৈরি করা ৫৭ লাখ টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়।

ডিবি পুলিশের গুলশান বিভাগের ডিসি মো. মশিউর রহমান জানান, পুরানা পল্টনের ওই ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলা ভাড়া নিয়ে জাল নোট তৈরী চক্রের সদস্যরা কারখানা গড়ে তোলেন। ওই চক্রের সদস্যরা ঈদুল আজহার আগে তারা ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করছিলেন। ঈদের পর থেকে এই কারবার শুরু করে। তিনি আরো জানান, জাল নোট তৈরির এই কারখানার অর্থদাতা ছিলেন শাহিন। তিনি একাধিক মামলার আসামি। গ্রেফতার হওয়া হান্নান প্রিন্টম্যান হিসেবে কাজ করতেন। এছাড়াও জান নোটের বিশেষ কাগজ তৈরি করতেন কাওসার। পুরো কারখানার ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন আরিফ। ছাপাকৃত জাল নোট বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়ার দায়িত্বে ছিল ইব্রাহিম এবং নারী সদস্য খুশির।
গ্রেফতারকৃত আসামিরা এর আগেও একই অভিযোগে একাধিকবার কারাভোগ করেছিলেন বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন