বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে নতুন করে ১১ জন করোনায় শনাক্ত: মোট আক্রান্ত ৩৭২ জন

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১:২৬ পিএম

শেরপুরে নতুন করে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৬ জন, নালিতাবাড়ীতে ৩ জন, ঝিনাইগাতীতে ১ জন ও শ্রীবরদী উপজেলায় ১ জন রয়েছেন। এ পর্যন্ত শেরপুর জেলায় মোট আক্রান্ত হলেন ৩৭২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩০৯ জন। আর ৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে শেরপুরে এক পরিবারের বাবা-মেয়ে ও নালিতাবাড়ীর এক পরিবারের মা-বাবা-ছেলে রয়েছেন। আক্রান্ত সবাই সংশ্লিষ্ট উপজেলার স্থানীয় বাসিন্দা।
১৫ আগস্ট শনিবার সকালে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করেছেন। ১৪ আগস্ট শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে শেরপুর সদরে ১৭৫, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭১, ঝিনাইগাতীতে ৩০ ও শ্রীবরদী উপজেলায় ৩২ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। বিশেষ করে শেরপুর শহর এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন