বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারে নির্বাচনে অংশ নিতে ৭ সহস্রাধিক আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

নভেম্বরে অনুষ্ঠিতব্য মিয়ানমারের সাধারণ নির্বাচনে অংশ নিতে ৭,০০৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এই সংখ্যা ২০১৫ সালের চেয়ে ৮০০ বেশি। সবচেয়ে বেশি প্রার্থী হতে আগ্রহী ইয়াঙ্গুন অঞ্চল থেকে, ৯৫৫ জন। আর সবচেয়ে কম রাজধানী নেপিদো থেকে, ৭৬ জন। রাজ্য পর্যায়ে বেশি আগ্রহ দেখা গেছে শান রাজ্যে, ১০২৪ জন। রাখাইন রাজ্য থেকে আবেদন করেছেন ৩৮৬ জন। নির্বাচনী সাব-কমিটি এখন দরখাস্তগুলো যাচাই-বাছাই করছে। আগামী সোমবারের মধ্যে এই কাজ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন প্রার্থী তালিকা ঘোষণা করবে। ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি) জানায়, ২০১৫ নির্বাচনে মোট ৬,১৮৯ জনকে প্রার্থী করা হয়। তাদের মধ্যে ৩৯ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। তখন যাচাইয়ের পর ৭৫ জনের আবেদন বাতিল করেছিলো ইসি। ইরাবতি, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন