বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাকিবের অপেক্ষায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট দলের সেরা তারকা সাকিব আল হাসান। গত দেড় দশকের অর্জনই তার পক্ষে কথা বলে। কিন্তু নিষেধাজ্ঞার কারণে প্রায় ১০ মাস ধরে সব ধরণের ক্রিকেটের বাইরে এ তারকা। তাই ফিটনেস নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা থেকেই যায়। তবে অবস্থা যেমনই হোক, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই জাতীয় দলে ফিরতে পারবেন এমন ইঙ্গিতই দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। ২৪ তারিখ থেকে শুরু হবে এ আসর। সাকিব নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন ২৯ অক্টোবর। তাই এ সিরিজে সাকিব খেলবেন কি-না এ নিয়ে আলোচনা সবচেয়ে বেশি ক্রিকেট মহলে। তবে নিষেধাজ্ঞা শেষ হলেই যে ফিরছেন দলের সঙ্গে এমনটাই জানালেন পাপন, ‘তার (সাকিব) সঙ্গে কি কথা হলো সেটা বলবো না। সাকিব যখনই তার নিষেধাজ্ঞা উঠে যাবে তারপরই সে আমাদের সাথে খেলতে পারবে। তখন থেকেই সে যুক্ত হবে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। তবে জানা গেছে চলতি মাসেই দেশে ফিরছেন তিনি। আর দেশে ফিরেই অনুশীলনে যোগ দিবেন বলে জানালেন বিসিবি সভাপতি, ‘আমরা সবাই অধীরে আগ্রহে বসে আছি সে কবে ফিরবে। কিন্তু এর সঙ্গে তার ফিটনেস এবং তার প্রস্তুতির ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এ মাসেই সে চলে আসবে এবং অনুশীলন করবে। আশা করছি সে ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সঙ্গে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে। যদি খেলতে পারে।’
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় পাঁচ মাস যাবত বন্ধ রয়েছে প্রতিযোগিতাম‚লক ক্রিকেট। তবে দুই সপ্তাহ ধরে ব্যক্তিগত অনুশীলন করছেন খেলোয়াড়রা। তাতে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন হয়তো খুব শিগগিরই মাঠের ক্রিকেটও শুরু হতে যাচ্ছে। তবে আপাতত ঘরোয়া কোনো প্রতিযোগিতাম‚লক ক্রিকেট শুরুর ইচ্ছা নেই বিসিবির। করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অথবা এর ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত শুরু করার ইচ্ছা নেই বলেই জানালেন বিসিবি প্রধানও। কেবল দুটি শর্ত পূরণ হলেই ঘরোয়া ক্রিকেট ফের শুরু হতে পারে বলে জানান পাপন, ‘লিগ শুরু... প্রথম কথা হচ্ছে, দুইটি কন্ডিশন হলে লিগ শুরু হতে পারে। প্রথমত, করোনা পরিস্থিতি যদি উন্নতি করে। দ্বিতীয়ত, ভ্যাসকিন আসে। এ দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। কোনো একটা যুক্তি থাকতে হবে তো।’
লিগ শুরু না হলে বেশ সমস্যায় পড়বেন স্থানীয় ক্রিকেটাররা। কারণ এর উপর নির্ভর করেই রুটি রুজি করেন অনেকেই। আপাতত সবাইকে ধৈর্য ধরার আহবান জানান পাপন। তবে মহামারির এ সময়ে যতোটা সম্ভব খেলোয়াড়দের পাশে থাকবেন বলেই জানালেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেট বোর্ড থেকে তাদের কিভাবে পাশে থাকা যায়, সাহায্য করা যায় সেটার চেষ্টা অবশ্যই করবো। এটাতে কোনো সন্দেহ নেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন