শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অর্ধশতাধিক অবৈধ দোকান গ্যারেজ উচ্ছেদ

ডিএসসিসির অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

নগরীর ফুটপাত ও রাস্তা দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গতকাল ডিএসসিসি’র নির্বাহি ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী ডিএসসিসি’র নির্বাহি ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ জানান, এসব খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাতের ওপর গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলের পাশাপাশি স্বাভাবিক জনজীবনও বাধাগ্রস্ত করছে। ডিএসসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ ক্যাবলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আজ ধলপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন