দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। দৈনিক ইনকিলাবে ‘শাজাহান খানের মেয়ের করোনাসনদ জালিয়াতি’ শীর্ষক একটি সম্পাদকীয় প্রকাশ করা হয় গত ২৮ জুলাই। অতঃপর ৩০ জুলাই একই যায়গায় ‘প্রকাশিত সম্পাদকীয় নিয়ে শাজাহান খান এমপির প্রতিবাদ’ ছাপা হয়। এ ঘটনার ১৮ দিন পর হঠাৎ গতকাল মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ এনে এই মামলা করা হয়। মামলায় আরো একজনকে আসামি করা হয়। উল্লেখ্য, শাজাহান খানের মেয়ে ঐশী খান করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরে করোনা পজেটিভ ধরা পড়ায় ফিরিয়ে দেয়ার ঘটনা দেশি ও আন্তর্জাতিক মিডিয়াগুলোতে গুরুত্বসহকারে খবর প্রচার করা হয়েছিল।
গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি করেন শাজাহান খান। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দিয়ে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
গণমাধ্যমের প্রচলিত নিয়ম হলো ‘প্রতিবেদন প্রকাশ’ অতঃপর সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিবাদ করলে সে প্রতিবাদ যথাস্থানে প্রকাশ করা। অথচ প্রতিবাদ প্রকাশের অনেক দিন পর ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হলো। যে বিষয়টি ইস্যু করে মামলা করা হয় তা নিয়ে ২৬ জুলাই দেশের সবগুলো টেলিভিশনের ঘণ্টায় ঘণ্টায় খবর প্রচার করা হয়েছে। বিসিসিসহ আন্তর্জাতিক সব গণমাধ্যমে গুরুত্ব সহকারে খবরটি প্রচার করা হয়। দেশের অনলাইন পোর্টালগুলোতে সে খবর ফলাও করে প্রচার হয়। পরের দিন ২৭ জুলাই দেশের সবগুলো দৈনিক এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি ফলাও করে প্রচার করা হয়। করোনা পজেটিভ হওয়ার পরও শাহাজাহান খানের মেয়ে ঐশী খান বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট দেখিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করলে কর্তৃপক্ষ ‘করোনা পজেটিভ’ দেখে বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়।
ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে শাহজাহান খানের বক্তব্য ছাপা হয়েছে। পরের দিন দেশ-বিদেশের সব গণমাধ্যমের মতোই ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় ‘শাজাহান খানের মেয়ের করোনা জালিয়াতির দায় নিল ল্যাব’ শীর্ষক খবর প্রকাশ করা হয়। সে খবরে বলা হয়, করোনা পরীক্ষায় দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। হাসপাতালের পরিচালক প্রফেসর আবুল খায়ের মো. শামসুজ্জামান বলেছেন, ‘আমরা ভুল করে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের করোনা নেগেটিভ রিপোর্ট দিয়েছি’। বিষয়টি সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা।
শাজাহান খানের মেয়ে ঐশী খানের ‘করোনার জাল সনদ’ নিয়ে বিদেশ যাত্রার চেষ্টার খবর আন্তর্জাতিক মিডিয়া এবং দেশের সবগুলো গণমাধ্যমের মতো ইনকিলাবও প্রচার করে। করোনাভাইরাসের ভয়াবহতা ঠেকাতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টার সমর্থনে মানুষকে আরো সচেতন করতে সম্পাদকীয়তে উল্লেখ করা হয়। দেশি-বিদেশি শত শত গণমাধ্যমে খবরটি প্রচার হলেও ইনকিলাবে প্রতিবাদ পাঠান শাজাহান খান। সংবাদপত্রের রীতি অনুযায়ী যথারীতি সে প্রতিবাদ প্রকাশও করা হয়। প্রতিবাদ প্রকাশের পর শাজাহান খান মোবাইলের খুদে বার্তায় ইনকিলাবের সাংবাদিককে ধন্যবাদও জানান। তারপরও হঠাৎ করে মামলা দায়ের করা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অবশ্য গতকাল এ নিয়ে কথা বলার জন্য শাজাহান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন