বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ১৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ১১:১৪ এএম

সোমালিয়ার রাজধানী মুগাদিসুতে একটি হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।

পুলিশ কর্মকর্তা আহমেদ আদেন গণমাধ্যমকে জানান, পুলিশের গুলিতে ৪ হামলাকারীর সবাই নিহত হয়েছে । এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে দ্রুত বের করে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার দুপুরে হোটেলে সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রধারীরা ভিতরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। ৫ ঘণ্টা পর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দু'পক্ষের গোলাগুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে।

জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন