বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরদীতে নিখোঁজ রিক্সা চালক শফিকুলের (৪৫) কঙ্কাল উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৬:০৮ পিএম

শেষ পর্যন্ত পরিবারের সন্দেহই সত্য প্রমানিত হলো। নিখোঁজের ২২ দিন পর কঙ্কাল উদ্ধারের মধ্য দিয়ে রিক্সা চালক শফিকুলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলো। গতকাল ১৬ আগস্ট'২০ রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের বিএসআরআই সংলগ্ন মাঠ থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে উল্লেখিত এলাকার একটি আখ খেতের মধ্যে লুঙ্গি এবং শার্ট পরিহিত অবস্থায় অর্ধগলিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। এই খবরের ভিত্তিতে থানায় দায়েরকৃত জিডির আলোকে শফিকুলের পরিবারকে সংবাদ দিয়ে ডেকে আনা হয়। শফিকুলের পিতাসহ পরিবারের নিকটজনরা লুঙ্গি এবং শার্ট দেখে কঙ্কালটি শফিকুলের বলে শনাক্ত করে। ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের নাজিম মন্ডলের ছেলে শফিকুল গত ২৬ জুলাই'২০ তার নিজস্ব রিক্সা নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় কিন্তু সে আর প্রতিদিনের মতো বাড়ি ফিরে যায় না। তার পরিবারের লোকজন সম্ভাব্য আত্মীয় স্বজনের বাড়িসহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ঈশ্বরদী থানায় একটি জিডি দায়ের করে। তার পরিবারের লোকজন নিখোঁজের পর থেকেই সন্দেহ করে আসছিলো যে পূর্ব শত্রুতাবশত শফিকুলকে ধরে নিয়ে গিয়ে কোথাও হত্যা করা হয়েছে । শেষ পর্যন্ত শফিকুলের কঙ্কাল উদ্ধার হওয়ার মাধ্যমে পরিবারের সন্দেহই সঠিক বলে প্রমাণিত হলো। এদিকে ঈশ্বরদী থানা পুলিশ আজ ১৭ আগস্ট'২০ সকালে উদ্ধারকৃত শফিকুলের লাশ ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে । ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শেখ নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে শফিকুলের পরিবারের পক্ষ থেকে সন্দেহ ভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন