শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইসরায়েলের সাথে আমিরাতের সখ্যতা মুসলিম বিশ্বের পিঠে ছুরিকাঘাত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৭:২০ পিএম

বিশ্বের সবচেয়ে ঘৃণ্য সন্ত্রাসবাদী রাষ্ট্র জঘন্য বিষফোঁড়া ইসরায়েল এর সাথে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনকে মুসলিম বিশ্বের সাথে বেঈমানী ও পিঠে ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর প্রিন্সিপাল আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুফতী মুসা বিন ইযহার। 

আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, সারাবিশ্বের সকল শান্তিকামী মানুষ সন্ত্রাসবাদের কারণে ইসরায়েলকে ঘৃণা করে। ফিলিস্তিন ও গাজার লক্ষ লক্ষ মুসলমানদের রক্তে ওদের হাত রঞ্জিত। সারাবিশ্বে অসংখ্য ষড়যন্ত্র আর অস্থিরতার পিছনে ইসরায়েল এর ইন্ধন রয়েছে। এই ঘৃণ্য অপশক্তিকে আরব ভূখন্ড থেকে উৎখাত না করে বরং তাদের সাথে সখ্যতা সৃষ্টি আরব আমিরাতের এক নির্লজ্জ বেঈমানী ছাড়া আর কিছুই নয়। নেতৃদ্বয় বলেন, ভোগ বিলাসিতায় নিমজ্জিত আরব আমিরাত ও সউদী আরবসহ আরব বিশ্বের বিলাসী শাসকেরা মুসলিম স্বার্থ সম্পর্কে সচেতন কাতারের সাথে শত্রুতা চরম পর্যায়ে নিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে মিত্রতা স্থাপনের মাধ্যমে ইতিহাসের জঘন্যতম অধ্যায় রচনা করেছে। একদিন এর কঠিন মাশুল গুনতে হবে বলে নেতৃদ্বয় মনে করেন। নেতৃদ্বয় অবিলম্বে সকল কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন