মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ক্যালিফোর্নিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২০, ৮:৫০ পিএম

পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে। সোমবার ১৭ আগস্ট পার্কটিতে ১৩০ ডিগ্রি ফারেনহাইট (৫৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। দেশটির পশ্চিমাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং চলতি সপ্তাহে তা আরো বেড়ে যেতে পারে বলে মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে।
সোমবার ডেথ ভ্যালির ফারনেসে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রার আগের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল এই ডেথ ভ্যালিতে। ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এক শতাব্দী আগে এই ডেথ ভ্যালিতেই ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬ দশমিক ৬ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করার দাবি করা হয়, যদিও তা নিয়ে বিতর্ক রয়েছে। সূত্র: বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Younus ১৮ আগস্ট, ২০২০, ১২:০৫ এএম says : 0
১৩৪বেশি না ১৩০ বেশি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন