বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মাইলস্টোন কলেজে জাতীয় শোক দিবস পালিত

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

মাইলস্টোন কলেজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করেছে। কলেজের মূল আয়োজন ছিলো শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ, দোয়া এবং বিশেষ আলোচনা সভা। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রিন্সিপাল লে. কর্নেল এম. কামালউদ্দিন ভ‚ঁইয়া (অব.)। আরো উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম, প্রশাসনিক উপাধ্যক্ষ কমান্ডার এফ করিম (অব.), একাডেমিক উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, উপাধ্যক্ষ প্রফেসর শাহজাহান এবং উপাধ্যক্ষ জহিরুল হক। এছাড়াও কলেজের সকল পরিচালকগণ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষিকাগণ স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় অংশগ্রহণ করন। -প্রেস বিজ্ঞপ্তি

চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন গতকাল চিনিশিল্প ভবনের ৯ম তলায় স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে। করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহার সভাপতিত্বে শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন সচিব কৃষিবিদ মো. আবদুল ওয়াহাব। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু ও বাঙালিদের রক্ত দিয়ে সৃষ্টি হয় বাংলাদেশ। বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের কণ্ঠস্বর, তিনি মানুষের মধ্যে অসা¤প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিয়েছেন। সভায় ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন