বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মিরপুরে ডিএনসিসির অভিযান : ফুটপাতে রাখা জালানার গ্রিল, আসবাবপত্র নিলামে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৬:১৮ পিএম

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমে রাস্তার ফুটপাতে রাখা জালানার গ্রিল এবং আসবাবপত্র নিলামে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মিরপুরের কালশী রোডে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শফিউল আজম। কালশী সাংবাদিক আবাসিক এলাকার সামনে থেকে মিরপুর সেকশন-১১ এর পূরবী সিনেমা হলের সামনে পর্যন্ত সড়ক দ্বীপে (মিডিয়ান) নিকটস্থ ব্যবসায়ীরা অবৈধভাবে গ্রিল ও আসবাবপত্র রেখেছিলেন। এর ফলে ডিএনসিসি কর্তৃক লাগানো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। অবৈধভাবে রাখা প্রায় তিন শতাধিক জানালার গ্রিল, আসবাবপত্র ইত্যাদি উচ্ছেদ করে ৪ হাজার ১০০ টাকায় নিলামে দেওয়া হয়েছে। এছাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০টি দোকান উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করা ও ট্রেড লাইসেন্স না থাকায় ৪টি দোকানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Kamrul ১৮ আগস্ট, ২০২০, ৬:৩৭ পিএম says : 0
কার্যকরী পদক্ষেপ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন