শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সহযোগিতা প্রশ্নে রাশিয়া মিয়ানমার আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০২ এএম


মস্কো সফররত মিয়ানমার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) জেনারেল তুন সোমবার রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিনের সঙ্গে সাক্ষাত করে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষ সামরিক ক্ষেত্রে পারস্পরিক লাভজনক সম্পর্কের দ্রæত উন্নয়নের বিষয়টি ব্যাপকভাবে খতিয়ে দেখে এবং তারা বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব চেতনার আলোকে সামরিক ও সামরিক সহযোগিতা স¤প্রসারণের লক্ষ্যে বিদ্যমান সম্ভাবনাকে সর্বোতভাবে কাজে লাগানোর পরিকল্পনা পুনর্ব্যক্ত করে। ইন্টারন্যাশনাল আর্মি গেমস-২০২০ ও আর্মি-২০২০ ইন্টারন্যাশনাল টেকনিক্যাল ফোরামে অংশ নিতে মিয়ানমার জেনারেল রাশিয়া সফর করছেন। মস্কোর প্যাট্রিয়ট এক্সিবিশন সেন্টারে ২৩ থেকে ২৯ আগস্ট এই ফোরাম অনুষ্ঠিত হবে। তাস, এসএএম।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন