লিবিয়া ও সিরিয়ার বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সোমবার এক ফোনালাপে দুই নেতার মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার আলোচনার ম‚ল বিষয়বস্তু ছিল লিবিয়া পরিস্থিতি। ফোনালাপে দেশটিতে একটি টেকসই যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমানে লিবিয়া সফরে রয়েছেন তুরস্ক, কাতার ও জার্মানির তিন জন প্রভাবশালী মন্ত্রী। বিদ্যমান পরিস্থিতি নিয়ে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের সঙ্গে আলোচনার উদ্দেশ্যেই তাদের এ সফর। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। তুরস্ক ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী এমন সময়ে লিবিয়া সফরে গেলেন যখন অপ্রত্যাশিত সফরে জার্মানও পররাষ্ট্রমন্ত্রীও ত্রিপোলীতে রয়েছেন। সফরে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের প্রতি নিজ নিজ দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তুরস্ক ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী। রাশিয়া ও আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হাফতার বাহিনীর হাত থেকে ত্রিপোলীকে রক্ষায় লিবিয়া সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। সোমবার ত্রিপোলীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বলেন, আমাদের বিশ্বাস লিবীয় ভাইদের ন্যায্যতার প্রতি সমর্থন অব্যাহত রেখে আমরা আমাদের কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে সমর্থ হবো। আল-জাজিরা, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন