বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেছারাবাদে উৎকোচ গ্রহণের দায়ে ১ জনের কারাদন্ড

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৮:২৮ পিএম

নেছারাবাদে সরকারি ঘর পাইয়ে দেয়ার নামে উৎকোচ গ্রহণের দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক উদ্যোক্তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারেফ হোসেন ওই আদালত পরিচালনা করেন।
সুমন দ.সোহাগদল গ্রামের মো. দুলাল হাওলাদারে ছেলে। সুমন সোহাগদল ইউনিয়নের ডিজিটাল সেন্টারের অতিরিক্ত উদ্যোক্তা হিসেবে কাজ করতো।

আদালত সুত্রে জানাগেছে, ওই দিন বিকেলে ফেরিঘাট এলাকায় একই গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে উৎকোচের টাকা গ্রহনের চেষ্টাকালে পুলিশ সুমনকে আটক করে। পরে পুলিশ আটককৃতকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ওই দন্ডাদেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন