শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না মানববন্ধনে আল্লামা নূর হোছাইন কাসেমী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ২:২৪ পিএম | আপডেট : ২:২৭ পিএম, ১৯ আগস্ট, ২০২০

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোছাইন কাসমী বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। বরং দেশে কুরআন সুন্নাহভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। কেউ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে সরকারের উচিত এখনই বন্ধ করে দেয়া।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা ফজলুল করিম কাসমী ও মাওলানা জয়নুল আবেদীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন