শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুবই খুশির খবর আমাদের দেশে সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব- সিলেটে ড. মোমেন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ৬:৩০ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। সুতরাং দুই দেশ মিলে অনেক প্রোগ্রাম একসঙ্গে করি আমরা। তিনি বলেন, খুবই খুশির খবর যে- ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তাঁর সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে। আজ বুধবার (১৯ আগস্ট) সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধনকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে ভারতে। সে ভ্যাকসিন আমরা কি-ভাবে পাবো সে বিষয়ে আলাপ হবে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে। উল্লেখ্য, আজ বুধবার (১৯ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এমপি। সিলেট জেলা প্রশাসকের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচনের পরে এতে পুষ্পশ্রদ্ধা অর্পণ করেন মন্ত্রী। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের রূহের মাগফেরাত কামনায় করা হয় মোনাজাত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন