বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা মোকাবিলায় সরকার সফল: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৪:৪০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে করোনা সংক্রমণের মাত্রা কমে আসছে তাই এই ভাইরাস মোকাবিলায় সরকার সফল। বৃহস্পতিবার (২০ আগস্ট) ময়মনসিংহের ভালুকায় বিকন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা জানান তিনি। এছাড়া হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমে আসছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি হাসপাতাল নির্মাণের কাজ চলছ।

এদিকে, করোনার ভ্যাকসিন আবিষ্কারের সাথে সাথে দেশে তা দ্রুত উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।

মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের বিষয়েও আলোচনা চলছে বলে জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন