বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সারাদেশে ১২৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:০৫ এএম

মেয়াদোত্তীর্ণ ওষুধ, নকল পণ্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাদের স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১২৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। গত বুধবার সারাদেশে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, কোরবানির পশুর চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা এবং ন্যায্যম‚ল্য নিশ্চিত করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার সভাপতিত্বে প্রতিদিনের মতো ঢাকা মহানগরীর পোস্তা, কাওরান বাজার, নিউমার্কেট, মোহাম্মদপুর,আদাবর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান।

তদারকিকালে লবণযুক্ত চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।
এছাড়া, সারাদেশের বিভাগগুলোতে উপ-পরিচালক এবং জেলাতে সহকারী পরিচালকের নেতৃত্বে বুধবার মোট ৮৫টি অভিযান পরিচালিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন