বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

বিগত দিনে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন। তখন তিনি নিজেই কতজনের স্বারকলিপি গ্রহণ করেছেন। এখন নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বারকলিপি দিলেন। সেটা আবার সরাসরি নয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা পিএস-১ এর কাছে স্মারকলিপিটি দেওয়া হয়।
এই স্বারকলিপিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার, পাটকলগুলোর আধুনিকায়ন এবং পাটকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণার আহবান জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করার সরকারের এ আকস্মিক সিদ্ধান্ত কেবল পাটশিল্পের জন্যই নয়, সমগ্র পাটখাতের জন্য আত্মঘাতী। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশের পাটজাত দ্রব্য যে আন্তর্জাতিক বাজার হারাবে তা আর সহজে ফিরিয়ে আনা সম্ভব হবে না। অন্যদিকে, পাটকলের জন্য যে অভিজ্ঞ শ্রমিক গড়ে উঠেছিল তারাও হারিয়ে যাবে, তাদের ফিরে পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এতে কিছু দাবিনামাও দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন