বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পবিত্র আশুরা ৩০ আগস্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২০, ৯:১০ এএম

বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে নতুন বছর ১৪৪২ হিজরি। আগামী ৩০ আগস্ট রোববার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলতাফ হোসেন চৌধুরী।

সভায় অতিরিক্ত সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। মুন্সিগঞ্জে চাঁদ দেখা গেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। আগামী ৩০ আগস্ট (১০ মহররম) রোববার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
MD. SOHEL MIAH ২১ আগস্ট, ২০২০, ৯:৫১ এএম says : 0
Apnara ki j koren? Ak bar balen Chad dekha jaini abar balen Chad dekha gece- Amon koren keno? পবিত্র মুহররম মাস গণনা শুরু পরশু স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৯:৪৬ পিএম বাংলাদেশের আকাশে কোথায় পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার নতুন বছর ১৪৪২ হিজরী সালের মুহররম মাস গণনা শুরু হবে। দশই মুহররম সোমবার পবিত্র আশুরা পালিত হবে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়।
Total Reply(0)
MD. SOHEL MIAH ২১ আগস্ট, ২০২০, ৯:৫২ এএম says : 0
পবিত্র মুহররম মাস গণনা শুরু পরশু স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৯:৪৬ পিএম বাংলাদেশের আকাশে কোথায় পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার নতুন বছর ১৪৪২ হিজরী সালের মুহররম মাস গণনা শুরু হবে। দশই মুহররম সোমবার পবিত্র আশুরা পালিত হবে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে নতুন বছর ১৪৪২ হিজরি। আগামী ৩০ আগস্ট রোববার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে। A golo ki?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন