শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্পেন দলে নতুনের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

আগামী মাসে উয়েফা নেশন্স লিগে জার্মানি ও ইউক্রেনের বিপক্ষে ম্যাচের জন্য গতপরশু ২৪ জনের স্পেন দল ঘোষণা করেন কোচ লুইস এনরিকে। আর তাতে আছে চমকের পর পমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বার্সেলোনার টিনএজ ফরোয়ার্ড আনসু ফাতি। ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ফেররান তরেসসহ এনরিকের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ফুটবলার!

বার্সেলোনার হয়ে অভিষেক মৌসুমে আলো ছড়ানোর পর স্পেন অনূর্ধ্ব-২১ দল থেকে জাতীয় দলে ডাক পেলেন ১৭ বছর বয়সী ফাতি। লা লিগায় কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েন তিনি। চ্যাম্পিয়ন্স লিগেও গড়েন সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই মাসের শুরুর দিকে ভালেন্সিয়া থেকে সিটিতে যোগ দেওয়া ২০ বছর বয়সী মিডফিল্ডার তরেসও। তার সঙ্গে আছেন সিটির ১৯ বছর বয়সী ডিফেন্ডার এরিক গার্সিয়া। অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো খেলোয়াড়কে দলে রাখেননি কোচ; যেখানে সাউল নিগেস, কোকে, আলভারো মোরাতারা জাতীয় দলের নিয়মিত সদস্য।
নেশন্স লিগের উদ্বোধনী আসরে শেষ চারে উঠতে না পারা স্পেন আগামী ৩ সেপ্টেম্বর খেলবে জার্মানির মাঠে, ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে খেলবে ইউক্রেনের বিপক্ষে।
স্পেন স্কোয়াড :
গোলরক্ষক : দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), কেপা আরিসাবালাগা (চেলসি), উনাই সিমোন (আথলেতিক বিলবাও)।
ডিফেন্ডার: হোসে গায়া (ভালেন্সিয়া), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), দিয়েগো ইয়োরেন্তে (রিয়াল সোসিয়েদাদ), পাউ তরেস (ভিয়ারিয়াল), হেসুস নাভাস (সেভিয়া), সার্জিও রেগিলন (সেভিয়া)।
মিডফিল্ডার : সার্জিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), ফাবিয়ান রুইস (নাপোলি), মিকেল মেরিনো (রিয়াল সোসিয়েদাদ), অস্কার গার্সিয়া (রিয়াল মাদ্রিদ), আদামা ত্রাওরে (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স)।
ফরোয়ার্ড : রদ্রিগো মরেনো (ভালেন্সিয়া), মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), দানি ওলমো (লাইপজিগ), মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), ফেররান তরেস (ম্যানচেস্টার সিটি), আনসু ফাতি (বার্সেলোনা)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন