শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নিরাপদ রাখতে প্রয়োজনে দেশ বন্ধ করবেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দেশকে নিরাপদে রাখতে যা প্রয়োজন সেটাই করবেন। যদি দেশ পুরোপুরি বন্ধ করে দিতে হয়, তাও করবেন তিনি। শুক্রবার এবিসি নিউজের ‘ওয়ার্ল্ড নিউজ টুনাইট’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। এর আগের দিন ডেমোক্রেটদের বার্ষিক সমাবেশের শেষ দিন বাইডেন জানান, ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট হলে সবার আগে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করবেন। সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, অসংখ্য জীবন বাঁচাতে যা করতে হয় আমি সেটার জন্য প্রস্তুত থাকবো। কারণ ভাইরাস নিয়ন্ত্রণ না করা পর্যন্ত আমাদের দেশ স্বাভাবিক গতি ফিরে পাবে না।’ বাইডেন আরও যোগ করেছেন, ‘যদি দেশকে সচল ও অগ্রসরমান দেখতে চান, যদি চান অর্থনীতির বিকাশ হোক এবং লোকজন চাকরি করুক, তাহলে ভাইরাসের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আপনাকে ভাইরাস মোকাবিলা করতে হবে। যদি দেশ বন্ধ করে দেওয়ার সুপারিশ করেন বিজ্ঞানীরা, তাহলে আমি এটা বন্ধ করে দেবো।’ বৃহস্পতিবারও সমাবেশেও বাইডেনের বক্তব্য একই রকম ছিল, ‘আমরা কখনোই আমাদের অর্থনীতিকে আগের অবস্থায় পাবো না, কখনও আমরা শিশুদের স্কুলে ফিরে পাবো না, আমাদের জীবন ততদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরবে না যতদিন এই ভাইরাসকে মোকাবিলা করতে না পারবো।’ এবিসি নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন