শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নির্বাচন নিয়ে সংশয়ে ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম


আগামী ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সাধারণত, নির্বাচনের ফল দিনশেষে রাতেই স্পষ্ট হতে থাকে। কিন্তু এবার নির্বাচনের ফল বিলম্বিত হবে। এই বিলম্ব কয়েক সপ্তাহ, কয়েক মাস হতে পারে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার করোনা ভাইরাসের কারণে নির্বাচনের ফলগুলো যাবে পোস্ট অফিস এবং স্থানীয় নির্বাচনী সংস্থাগুলোতে। এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাম্প। বলেছেন, নির্বাচনের রাতে ফল নাও পাওয়া যেতে পারে। রক্ষণশীল গ্রæপ কাউন্সিল অব ন্যাশনাল পলিসিতে দেয়া এক ভাষণে তিনি বলেন, ৩রা নভেম্বরে নির্বাচনের ফল কখনো গণনা নাও হতে পারে। আমার মতে, আপনারা এই নির্বাচনের শেষটা কয়েক সপ্তাহ, মাস অথবা কখনোই জানতে পারবেন না। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫ কোটি ভোট পড়বে মেইল ব্যবস্থায় এমনটা আশা করা হয়। করোনার কারণে মেইলে ভোট নেয়ার ওপর জোর দেয়া হয়েছে। এ নিয়েই রাজনৈতিক উদ্বেগ দেখা দিয়েছে। এনডিটিভি, এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন