শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সংঘর্ষ হলে পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেয়া হবে : শেখ রশিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

ভারত-পাকিস্তান সম্পর্কের অচলাবস্থার মধ্যে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ সা¤প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের সঙ্গে সংঘর্ষ হলে পাকিস্তান পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেবে। তবে ভারতের মুসলিমরা যাতে ক্ষতির সম্মুখীন না হন, সে দিকে খেয়াল রাখা হবে। বুধবার পাকিস্তানের শামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার দিচ্ছিলেন রাশিদ। সেখানে সা¤প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রসঙ্গ উঠেছিল। রশিদ সাক্ষাৎকারে বলেছেন, ভারতের সঙ্গে স্থলযুদ্ধে যেতে চায় না পাকিস্তান। যুদ্ধ হলে ভারতকে পরমাণু অস্ত্র দিয়ে জবাব দেওয়া হবে। এ প্রসঙ্গে রশিদের বক্তব্য, পাকিস্তানের কাছে ছোট আকারের বেশ কিছু পরমাণু অস্ত্র আছে। যা নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে ব্যবহার করা সম্ভব। শেখ রশিদ বলেন, পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে। সেই পরমাণু বোমার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’ তবে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিলেও ভারতে বসবাসকারী মুসলমানদের কোনও ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাশিদ বলেন, ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাগুলি যাতে পরমাণু অস্ত্রের হাত থেকে রক্ষা পায়, সে দিকে খেয়াল রাখবে পাকিস্তান। স্বাভাবিক ভাবেই পাকিস্তানের গুরুত্বপ‚র্ণ এক মন্ত্রীর এমন বয়ানে আলোড়ন শুরু হয়েছে। ভারতের ক‚টনৈতিক মহলে এই মন্তব্যের নিন্দা হয়েছে। তবে সরকারি ভাবে রাশিদের এই মন্তব্যের কোনও উত্তর এখনও দেওয়া হয়নি। কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে শেখ রশিদের ভারতকে হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ডয়েচে ভেলে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Asraf Uddin Rahad ২৩ আগস্ট, ২০২০, ২:৩০ এএম says : 0
কলকাতার ধুতিওয়ালাদের উপর ছোট একটা মারিস।
Total Reply(0)
Rana Masud ২৩ আগস্ট, ২০২০, ২:৩০ এএম says : 0
পরমাণু অস্ত্রের ভয় দেখাবেন না রাত্রে ঘুম হয় না
Total Reply(0)
Rana Masud ২৩ আগস্ট, ২০২০, ২:৩২ এএম says : 0
সাবাস পাকিস্তান দুর্বার সাহস এগিয়ে যাও।
Total Reply(0)
তাসফিয়া আসিফা ২৩ আগস্ট, ২০২০, ২:৩৩ এএম says : 0
কখন কোনো অফিসের যে কোনো খাবার আইডি কার্ড ঝুলিয়ে আমাদের আইডি কার্ড গ্রহণ করে তো পারতো।
Total Reply(0)
ABU ABDULLAH ২৩ আগস্ট, ২০২০, ৩:২৭ পিএম says : 0
PAKISTAN IS TIGER HINDU IS FOX
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন