বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রত্নাকে গাড়িচাপা দেয়া চালক কারাগারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসের চালক নাঈমকে (২৭) দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৯ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। গতকাল রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক আলী। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, পর্বতারোহী রেশমা নাহার রত্না পেশায় একজন শিক্ষক ছিলেন। একইসঙ্গে তিনি দৌড়বিদ ও সাইক্লিস্টও ছিলেন। সাত মহাদেশের সর্বোচ্চ চূড়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে লাল-সবুজের পতাকা ওড়ানোই ছিল রেশমার লক্ষ্য। সে কারণেই কঠোর অনুশীলন করতেন সবসময়। গত ৭ আগস্ট সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় গাড়ির ধাক্কায় নিহত হন তিনি। পরবর্তীতে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত মঙ্গলবার কাফরুল থানাধীন ইব্রাহীমপুর থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে ওই মাইক্রোবাসের চালক মো. নাঈমকে (২৭) গ্রেফতার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন