বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

ইমাম মাহাদী দাবি করা মুস্তাককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ১২:৫৮ পিএম

ইমাম মাহাদী দাবি করা মুস্তাককে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, নিজেকে ইমাম মাহাদী দাবি করা সউদী প্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। পুলিশ জানিয়েছে, মুস্তাককে সউদী থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সিটিটিসি জানায়, মুস্তাক দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও-ভিডিও আকারে ‘তাকওয়া অনলাইন টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ও ‘মুস্তাক মুহাম্মদ আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছেন। এতে তিনি নিজেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন।

এ ছাড়া স্বপ্নযোগে ইমাম মাহাদী হিসেবে ঘোষিত হওয়ার বার্তা প্রাপ্ত হয়েছেন বলেও দাবি করছেন তিনি। মুস্তাকের এমন বক্তব্যে বিভ্রান্ত হয়ে তার কথিত ‘বয়াত’ গ্রহণ করে বাংলাদেশ থেকে ইমাম মাহাদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে যাওয়া ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিটিটিসির উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, মুস্তাক নিজেকে ইমাম মাহাদী দাবি করে অসত্য, বিভ্রান্তিকর বক্তব্য ও তথ্য দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

মুস্তাক মুহাম্মদ আরমান খানের ওয়েবসাইটে দেয়া জীবনবৃত্তান্তের তথ্য অনুযায়ী তার বাড়ি নেত্রকোনায়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষে উচ্চ শিক্ষার জন্য তিনি মালয়েশিয়ায় যান। সেখান থেকে ফিরে দেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার চারটি সন্তান রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
সাব্বির ২৩ আগস্ট, ২০২০, ৫:৩৪ পিএম says : 0
এই উদ্যোগ নেওয়া পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি
Total Reply(0)
সাইমন ২৩ আগস্ট, ২০২০, ৫:৩৫ পিএম says : 0
অনতিবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনা হোক
Total Reply(0)
নুরুল হক ২৩ আগস্ট, ২০২০, ৫:৩৭ পিএম says : 0
দেশে ফিরিয়ে এনে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক
Total Reply(0)
শফিকুল ইসলাম ২৩ আগস্ট, ২০২০, ৫:৩৭ পিএম says : 0
তাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এরকম দাবি করার কেউ সাহস না পায়
Total Reply(0)
আব্দুল হান্নান ২৩ আগস্ট, ২০২০, ৫:৩৮ পিএম says : 0
দেশে এনে ঠিকমতো রিমান্ড দিলে সব বের হয়ে যাবে
Total Reply(0)
জহিরুল ইসলাম ২৩ আগস্ট, ২০২০, ৫:৪০ পিএম says : 0
আমার মনে হচ্ছে তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সৌদি সরকারও সহযোগিতা করবে
Total Reply(0)
সাইফ ২৪ আগস্ট, ২০২০, ১০:১২ এএম says : 0
কাউন্টার টেররিজম এজেন্সি গুলোকে আরো সাবধান হতে হবে। এটাও সেই আলকায়েদা, আই এস এস, এর নতুন ভার্শন বলেই মনে করছি, সাহেব যেহেতু সৌদিতেই আছেন। আল্লাহ্‌ আমাদের দেশকে রক্ষা করুন
Total Reply(0)
মোঃ সেলিম আল রেজা ২৪ আগস্ট, ২০২০, ৪:২৭ পিএম says : 0
পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দ্রুত বিচার প্রত্যাশা করছি।
Total Reply(0)
Julfiker Hossain ২৫ আগস্ট, ২০২০, ১:৩৫ পিএম says : 0
এতদিন ছিল ওসি প্রদীপের রাজত্ব। এখন সে হ্যান্ডকাপ পরে আসামি। ঘুষের টাকা পেতে মানুষ খুন ভ্যবিচার ধর্ষণ ভূমি জবর দখল করছে। দেশের প্রতিটি অঞ্চলের মামলার তদন্তও এমন হওয়া আবশ্যক। যেহেতু সংবিধানে রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে প্রতিটি নাগরিকের জন্য।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন