বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৬:৫০ পিএম | আপডেট : ৭:২৩ পিএম, ২৩ আগস্ট, ২০২০

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামের বাবুরচরনামক এলাকায় ২৩ আগষ্ট রবিবার বিকাল ৩ টায় বিদ্যুৎ সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রণি অথিকারী রানা (২৫) নামের এক ব্যক্তি মারা জান। রনি অথিকারী পিরোজপুর জেলার শিকদার মল্লিক গ্রামের রবিন অধিকারীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে বিকেলে রণি অধিকারী নাজিরপুরের বাবুরহাট গ্রামে ঘর ওয়ারিং ও মিটার সংযোগ দেওয়ার কাজ করতে গিয়েছিল। পল্লিবিদ্যুতের সাব জোনাল অফিসে অনুমোদিত ইলেক্টিশিয়ান হিসাবে নাজিরপুরে কর্মরত ছিলেন। রণি অথিকারী আজ বিকাল ৩টায় বাবুরহাটে ঘর ওয়ারিং শেষে মিটারে সংযোগ দেওয়ার সময় ওই বাড়ির চারপাশে পানি থাকায় তিনি ভেজা অবস্থায় ছিলেন এবং যখন তিনি ঘরের ওয়ারিং শেষে মিটারে সংযোগ দিতে যান তখনই তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন। স্থানীয় লোকজন উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নাজিরপুর থানার এস আই হালিম হাওলাদার জানান নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্ট সার্কিট থেকে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়ার কারনে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমি হাসপাতালে গিয়ে লাশ থানায় নিয়ে আসি এবং পরবর্তীতে তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নাজিরপুর উপজেলার বিদ্যুৎ অফিসের এজিএম সুমন শাহা বলেন রণি অথিকারী আমাদের অফিসে অনুমোদিত ইলেক্টিশিয়ান হিসাবে কাজ করতেন। তার মৃত্যুর খবর পেয়ে আমরা থানায় ছুটে যাই তবে তার জন্য আমাদের অফিস কর্তৃপক্ষ কর্তৃক যতটুকু সাহায্য করা দরকার আমরা সেটা করব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন