শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এন্ড্রু কিশোরের শিষ্যকে নিয়ে যা বললেন স্ত্রী লিপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৪:১৮ পিএম

গেল মাসের ৬ জুলাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। কিংবদন্তি এ শিল্পীর মৃত্যুর দেড় মাস পেরিয়ে না যেতেই তাঁকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছেন কিছু মানুষ। শুধু তাই নয়, নিজেকে শিল্পীর ছাত্র ও শিষ্য বলেও দাবি করছেন কেউ কেউ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রয়াত শিল্পীর স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি।

রোববার (২৩ আগস্ট) এন্ড্রু কিশোরের ফেসবুক পেইজে একটি পোস্ট শেয়ার করেছেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু। সেখানে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, 'ভেবেছিলাম কিছু লিখবনা। কিন্তু বেশ কিছু খবর দেখে না লিখে থাকতে পারলাম না। কিশোর বেঁচে থাকতে যারা কিছু বলার সাহস পায়নি, তারা আজ অবলীলায় যা ইচ্ছা তাই বলছে। কিশোর যাদেরকে শ্রদ্ধা বা স্নেহ করত, তারা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে।'

লিপিকা আরও লিখেছেন, 'আগের দিন কফিন বানাতে বলা, মায়ের পাশে সমাধিস্থ হতে চাওয়া, বাকরুদ্ধ হয়ে যাওয়া কিংবা মুক্তিযোদ্ধাদের গান শোনাতে চাওয়ার ব্যাপারগুলো সবই মিথ্যা। খুব অবাক হয়েছি, মিথ্যা খবর বানিয়ে কার কি লাভ হচ্ছে ঠিক বুঝতে পারছি না।'

কিশোরের কোনো ছাত্র বা শিষ্য ছিলো না উল্লেখ করে তিনি লেখেন, 'হঠাৎ করে একজন নিজেকে কিশোরের শিষ্য বলে প্রচার চালাতে লাগলো। কিশোর তাকে ফোন করে বকা দিয়েছিলো এবং কথাটা লিখতে নিষেধ করেছিল, কিন্তু সে সেটা শোনেনি। কিশোর খুবই কষ্ট পেয়েছিল এবং অসন্তুষ্ট ছিল। সে নিজেকে কিশোরের শিষ্য দাবি করে প্রতিনিয়ত ইউটিউবে ভূয়া খবর ও ক্লিপ আপডেট করে চলেছে। মানুষজন এসব ভূয়া খবর কতটুকু বিশ্বাস করছেন, সেটিও বোঝার উপায় নেই।'

ওই পোস্টের সবশেষে তিনি লিখেছেন, কিশোর একজন সত্যিকারের শিল্পী। একজন শিল্পী হিসেবে যে গুণগুলো থাকা দরকার, সেগুলো সবই ছিলো ওর মধ্যে। তাই বিভ্রান্তিকর কোনো গুজব বা খবরে কান না দিতে আহ্বান জানান লিপিকা এন্ড্রু।

পাশাপাশি এন্ড্রু কিশোরের অসুস্থতার সময়ে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আত্মীয় ও কাছের মানুষ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন