মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্বকাপজয়ী এখন সবজি বিক্রেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

২০১৮ সালে অনুষ্ঠিত দৃষ্টিহীনদের বিশ্বকাপে জিতেছিল ভারত। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল ভারত। আর সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য নরেশ তুম্বার এখন সবজি বেচে জীবন অতিবাহিত করছেন। শনিবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এলো বিশ্বকাপজয়ী এ ক্রিকেটারের করুণ জীবনযাপনের কাহিনী। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, মাত্র দুই বছর আগে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর সংবর্ধনা ও অভ্যর্থনা দেয়া হয় নরেশ তুম্বারদের। কিন্তু পরে আর তাদের খবর নেয়নি কেউ। সরকারি সহায়তাও পাননি তারা। দৃষ্টিহীন হওয়ায় চাকরিও জুটেনি নরেশের কপালে। তাই উপায়ন্তর না দেখে সংসার চালাতে সবজি বিক্রি করতে শুরু করেন নরেশ। বর্তমানে আহমেদাবাদের জামালপুর বাজারে বসে সবজি বিক্রি করছেন বিশ্বকাপজয়ী নরেশ। বিষয়টি নিয়ে ২৯ বছর বয়সী নরেশ জানান, সরকারি সহায়তা না মেলায় প্রচন্ড অর্থভাবে পড়েন। প্রথমদিকে দিনমজুরের কাজ করতেন। কিন্তু করোনার কারণে তাও বন্ধ হয়ে যায়। শেষে নিরুপায় হয়ে সংসার চালাতে সবজি বিক্রি করতে শুরু করেন। জামালপুর মার্কেটে এখন সবজি বিক্রি করেই পাঁচজনের সংসার চালাচ্ছেন তিনি। টিওআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন