শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরের অভয়নগরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২০, ৭:৫১ পিএম

একটি প্রাইভেট কারে যশোরের অভয়নগরের প্রত্যনস্ত অঞ্চলে গিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করার দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র জহিরুল ইসলামসহ চারজনকে মঙ্গলবার আটক করেছে পুলিশ।
জহিরুল ইসলামের সাথে আটক অপর তিনজন হলেন,খুলনার দৌলতপুরের দক্ষিণ পাবলা গ্রামের নূর মোহাম্মদের পুত্র শাহাদৎ হোসেন, খুলনার খালিসপুরের গোয়ালখালী গ্রামের বাবর আলীর পুত্র মোস্তফা কামাল ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের কণ্যা ইতি খাতুন। সর্বশেষ তারা অভয়নগরের মাগুরা বাজারের আব্দুল মহিদ কিশ্বাসের ধানের মিলে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চেয়ে প্রতারণা করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম দৈনিক ইনকিলাবকে এই খবর নিশ্চিত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অভয়নগর থানা পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন