শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবর্জনা কেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

প্রশ্ন সেতুমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

নিষেধ করার পরও কেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লা আবর্জনা রয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ময়লা আবর্জনা ও পোস্টার সরিয়ে নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে মহাসড়কের পাশে কেন পোস্টার-ব্যানার থাকবে তাও জানতে চান তিনি। এ সময় যে নেতারই পোস্টার-ব্যানার হোক না কেন তা সরিয়ে ফেলারও নির্দেশ দেন সেতুমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্যও সবার প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। কুমিল্লা জোনের অতিরিক্ত প্রকৌশলীসহ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীরা এই ভিডিও কনফারেন্সে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ২৬ আগস্ট, ২০২০, ৪:২৪ এএম says : 0
DIRTYEST COUNTRY IN THE WORLD
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন