শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বোল্ট পজিটিভ, গেইল নেগেটিভ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

চার দিন আগে নিজের ৩৪তম জন্মদিনে পার্টি দিয়েছিলেন উসাইন বোল্ট। সেখানে ছিল না সামাজিক দ‚রত্বের বালাই, মুখে মাস্ক তো ছিল-ই না! তার দু’দিন বাদেই বিশ্ব রেকর্ডধারী আটবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন কিংবদন্তি এই স্প্রিন্টারের কোভিড-১৯ পজিটিভের খবর নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরই করোনায় আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে নিশ্চিত করেছেন বোল্ট, ‘শুভ সকাল। কোভিড-১৯ পজিটিভ নিশ্চিত হয়েছি। শনিবার পরীক্ষা করাই। আমি ঘরেই থাকব এবং বন্ধুদের থেকে দূরে থাকব। শরীরে আক্রান্তের কোনো লক্ষণ নেই। নিজেকে তাই কোয়ারেন্টিনে রাখব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নিজেকে কোয়ারেন্টিনে রাখব।’ সংবাদমাধ্যম আরো জানিয়েছে, জ্যামাইকান এই বজ্রবিদ্যুতের জন্মদিনের পার্টিতে ছিলেন ফুটবলার লিওন বেইলি, রাহিম স্টার্লিং ও ক্রিকেটার ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার পার্টি কতটা পছন্দ করেন, সেখানে কতটা খোলামেলা- ভক্তরা মাত্রই তা জানেন। খুব স্বাভাবিকভাবেই বোল্টের করোনা হওয়ার গুঞ্জন ওঠার পর আর বসে থাকেননি গেইল। নিজের করোনা পরীক্ষাটা করে ফেলেন তিনি।
ফলটা পাওয়ার পর নিশ্চয়ই তিনি হাঁফ ছেড়ে বেঁচেছেন? করোনায় সংক্রমিত না হওয়ার খবরটা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন গেইল। ইনস্টাগ্রামে এ নিয়ে দুটি পোস্ট করেন তিনি। প্রথম পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে প্রথম কোভিড-১৯ পরীক্ষা করাই...ভ্রমণের আগে আমার দুটো নেগেটিভ ফল দরকার।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘শেষটা (পরীক্ষা) আমার নাকের মধ্যে একটু বেশি ঢুকেছিল। ফল নেগেটিভ।’১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন গেইল। জ্যামাইকায় কয়েক সপ্তাহ আগেও করোনায় আক্রান্তের হার ছিল দিনে ১০ জনেরও কম। কিন্তু গত চার দিনে এই হার বিস্ময়করভাবে বেড়েছে। দিনে ৬০ জনেরও বেশি! সেখানে করোনায় এখন পর্যন্ত মৃতের হার ১৬।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন