বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৪:১৮ পিএম

দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ মানবেতর জীবনযাপন করছে। এ লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বন্যার্ত অসহায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম এর নেতৃত্বে লালমনিরহাট জেলার সদর উপজেলার ধরলা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা মোঘলহাট চর ফোলিমারি, চর কুলাঘাট, চর বুদারু, ছোট বাসুরিয়াসহ কয়েকটি স্পটে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

ত্রাণ বিতরণ টীমে আরও অংশগ্রহণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফি, কেন্দ্রীয় সদস্য মুনতাছির আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা সেক্রেটারি সফিউল্লাহ মাহমুদী, ইশা ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা সভাপতি মুহাম্মাদ তুহিন বাবু, সাধারণ সম্পাদক মামুন ইসলাম, অর্থ সম্পাদক মুহিব্বুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন