শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের আলোচনা ও সংগীতানুষ্ঠান

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন বুধবার ‘মুজিবর আছে বাংলার ঘরে ঘরে’ শীর্ষক এক অনলাইন আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে এ অনলাইন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত ছিলেন সিনিয়র সচিব ( পিআরএল) এবং বিশিষ্ট আবৃত্তিকার সোহরাব হোসাইন। তিনি বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না। তিনি এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের প্রশংসা করেন। আলোচনা শেষে সোহরাব হোসাইন কয়েকটি কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশন করেন সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, সদস্য শ্যামল কুমার পাল, মো. রহমতুল্লাহ, মাফুজার রহমান ও মৌমিতা মুমু। অনলাইন আয়োজনে বিপুল সংখ্যক শ্রোতা অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন