বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেজর (অব.) সিনহা হত্যা মামলা : আদালতে এপিবিএন এর আরো ২ সদস্যের স্বীকারোক্তি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ৮:৩৪ পিএম

সেনাবাহিনীর (অব.) মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরো দুই সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ নিয়ে আলোচিত এই মামলায় সংস্থাটির গ্রেপ্তার হওয়াতিন সদস্যই ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিলেন।

বৃহস্পতিবার (২৭আগষ্ট) দুপুর ১টার দিকে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব এর পক্ষ থেকে আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান ও কনস্টেবল রাজীবকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করা হয়।

দুপুর দেড়টা থেকে বিচারক নিজ খাস কামরায় দুই আসামির জবানবন্দি গ্রহণ শুরু করেন চার ঘন্টার ব্যাপী।

বিকেলে আদালতের পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশ গণমাধ্যমকে বলেন, ৫টা ৪০ মিনিটের দিকে দুই আসামি জবানবন্দি শেষ করে বের হন। চার ঘণ্টার বেশি সময় ধরে তাঁরা জবানবন্দি দেন।

পরে আসামিদের আদালত পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব। আদালত থেকে পুলিশ বিকেলেই তাঁদের কারাগারে পাঠিয়ে দেয় বলে জানান পরিদর্শক প্রদীপ।

এর আগে গতকাল বুধবার রাতে এই হত্যা মামলায় প্রথম আসামি হিসেবে জবানবন্দি দেন এপিবিএন সদস্য কনস্টেবল মোহাম্মদ আবদুল্লাহ।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাঁর খাস কামরায় প্রায় আড়াই ঘণ্টা ধরে আসামির জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে আদালতের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আসামিরা জবানবন্দিতে প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দিয়েছেন। কখন, কীভাবে ঘটনা ঘটেছে তারও বর্ণনা দিয়েছেন।

তবে এ ব্যাপারে মামলার তদন্তকারী সংস্থা র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু জানানো হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Altaf Hossain ২৭ আগস্ট, ২০২০, ৯:৪৬ পিএম says : 0
প্রধান আসামীর জবানবন্দি কবে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন