বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফের গাজায় যুদ্ধবিমান-ট্যাংক হামলা ইসরাইলের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৩:২৪ পিএম

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ দল হামাসের ঘাঁটি লক্ষ্যবস্তু করে যুদ্ধবিমান ও ট্যাংক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। শুক্রবার ভোর হওয়ার আগেই ইহুদি এ অবৈধ রাষ্ট্রের সেনাবাহিনীর হামলায় কেঁপে ওঠে গাজা। এক টুইট বার্তায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের গাজা থেকে বেলুন বোমা হামলার জবাব দিতেই হামাসকে লক্ষ্য করে এমন সামরিক হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের একটি সূত্র জানায়, ইসরাইলি বিমান থেকে গাজা ও রাফায় ফিলিস্তিনি প্রতিরোধী দল হামাসের সশস্ত্র শাখা ইজ আদ-দিন-আল-কাসাম ব্রিগেডের একটি ঘাঁটি ও পর্যবেক্ষণ চৌকিতে হামলা চালিয়েছে।

সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে গাজায় খাদ্য ওষুধ ছাড়া সবধরনের পণ্য আমদানি বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। পাশাপাশি গাজার মৎস্য আহোরণ কেন্দ্রটিও বন্ধ করে দেওয়া হয়। করোনার সময়ে ইসরাইলি অবরোধ ফিলিস্তিনিদের চরম দুর্দশায় ফেলেছে।

গাজায় সীমান্ত থেকে ইসরাইলে বেলুন বোমা হামলার অজুহাতে কয়েক সপ্তাহ ধরে হামলা যুদ্ধবিমান দিয়ে হামলা চালাচ্ছে ইহুদি এ অবৈধ রাষ্ট্রটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ২৮ আগস্ট, ২০২০, ৪:৫১ পিএম says : 0
May Allah's curse on Cancerous Israel.. Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন