শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিকলীতে হাওর ভ্রমণে এসে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিকলী( কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৩:৫৯ পিএম

কিশোরগঞ্জের নিকলীর হাওর ঘুরতে এসে পানিতে ডুবে ইফাত (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে হাওরের পানিতে নেমে তিনি নিখোঁজ হন তিনি। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকালে তার লাশ হাওরের পানিতে ভেসে ওঠলে উদ্ধার করা হয়।
নিহত পর্যটক ইফাত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মো. হানিফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা থেকে মোটর সাইকেলযোগে হাওর ভ্রমণ করতে ইফাতসহ ৯ বন্ধু নিকলীতে আসেন। নৌকায় চড়ে হাওর ভ্রমণের এক পর্যায়ে তারা পানিতে সাঁতার কাটতে নামেন।
সাঁতার ও ভ্রমণ শেষে অন্যরা নিকলীর মোহরকোনা এলাকার বেড়িবাঁধে জড়ো হলে তখন ইফাতের নিখোঁজ থাকার বিষয়টি নজরে আসে।

পরে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চন্তিঘাট এলাকার হাওরে তার লাশ ভেসে ওঠলে উদ্ধারের পর পুলিশ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিকলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন