শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আগামী কয়েক মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

সাটু‌রিয়া (মা‌নিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৫:০৭ পিএম

স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে। ২ দিন আগে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষা মূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে মা‌নিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।
‌অনুষ্ঠা‌নে অরিষের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম।
এ সময় মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
অনুষ্ঠা‌নে ২ শতাধিক দুস্থ্য শিশুদের মাঝে শিশু খাদ্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী একই স্থানে শাবানা মালেক মডেল কমিউনিট ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করে।
এরপর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন