শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মেরামতে প্রয়োজনীয় সহায়তা করছে তুরস্ক

বৈরুত-বিস্ফোরণে-ক্ষতিগ্রস্ত-জাহাজ

আইএসপিআর | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

বৈরুত বন্দরের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনী জাহাজ বিজয় মেরামতে প্রয়োজনীয় সকল সহায়তা করছে তুরস্ক। এ উপলক্ষ্যে তুরস্ক নৌবাহিনীর টাগ বোটের সাহায্য নিয়ে প্রায় ৪৫০ মাইল সমুদ্রপথ অতিক্রম করে নৌবাহিনী জাহাজ বিজয় গত রোববার তুরস্কের আকসাজ নেভাল ডকইয়ার্ডে পৌঁছায়। নৌবাহিনী জাহাজ বিজয়ের হাল ও পানির তলদেশের ক্ষয়-ক্ষতির বিস্তারিত পরিমাণ নির্ণয় ও মেরামত করতে বিশেষ এ সহযোগিতার হাত বাড়িয়েছে তুরস্ক।
জাতিসংঘের নির্দেশনা এবং নৌ সদরের সার্বিক তত্ত্বাবধানে তুরস্কের নৌ ঘাঁটিতে বানৌজা বিজয়ের প্রয়োজনীয় মেরামতের কাজ পরিচালিত হবে। এর আগে, বৈরুত বন্দরে তুরস্ক নৌবাহিনীর ডুবুরি দল লেজার প্রযুক্তি ব্যবহার করে বিজয়ের পানির তলদেশের ক্ষতিগ্রস্ত অংশসমূহ নিরুপণ ও চিহ্নিত করে। মেরামত শেষে জাহাজটি আগামী ৭ সেপ্টে¤¦র লেবাননের বৈরুতের উদ্দেশে রওনা করবে বলে আশা করা যায়। -আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন