শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গণস্বাস্থ্যোর করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনা শনাক্তে গণস্বাস্থ্যা কেন্দ্রের আরটিপিসিআর ল্যাব ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যা অধিদফতর। গতকাল অধিদফতরের পরিচালক ফোন দিয়ে তা বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছে গণস্বাস্থ্যা।
এ বিষয়ে গণস্বাস্থ্যা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১টার দিকে পরিচালক, হাসপাতাল, স্বাস্থ্যা অধিদফতর (০১৭১২৫০৯০০১) ফোন করে গণস্বাস্থ্যা নগর হাসপাতালের পরিচালককে বলেন, আপনাদের অনুমোদন নেই এবং আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন। কাজ চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। আরটিপিসিআর ফর কোভিড ১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে চিঠি দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ১ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৬ এএম says : 0
Why don't you give them permission to carry out their work.. they are no looting our tax payers money like you people.. Those who love Bangladesh whenever they want to do good things you people always prevent them.. Don't forget that Allah is Watching every minute things so fear Allah.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন