বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি বদলের অনুমতি

কাতারের শ্রম আইনে বড় পরিবর্তন

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

নিয়োগকর্তার অনাপত্তি পত্র ছাড়াই এখন থেকে কাতার প্রবাসী শ্রমিকরা তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে নির্ধারণ করে দেওয়া হয়েছে ন্যূনতম মজুরিও। গত রোববার দেশটির শ্রম মন্ত্রণালয় আইনের এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে। পরিবর্তিত আইন অনুযায়ী কাতারে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে এক হাজার কাতারি রিয়াল বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩ হাজার টাকার সমান।

আল জাজিরার খবরে জানানো হয়, আর দুই বছর পরই কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। কাতার আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই দেশটিতে শ্রম ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশেষ দৃষ্টি ছিল আন্তর্জাতিক মহলের। এর ধারাবাহিকতায় কাতারের শ্রম আইনে যুগান্তকারী এই পরিবর্তন এল। কাতারে প্রবাসী শ্রমিক নিয়োগ হয় ‘কাফালা’ পদ্ধতিতে। এতদিন পর্যন্ত শ্রমিকদের চাকরি পরিবর্তনের জন্য পূর্বের নিয়োগকর্তার কাছ থেকে অনাপত্তি পত্র নেওয়া বাধ্যতামূলক ছিল। মানবাধিকার কর্মীদের অভিযোগ ছিল, ‘কাফালা’ পদ্ধতির সুযোগ নিয়ে নিয়োগকর্তারা শ্রমিকদের অন্যায়ভাবে কাজে আটকে রেখে শোষণ করতেন। নতুন আইন অনুযায়ী এখন থেকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রবাসী শ্রমিকরা স্বাধীনভাবে তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন