বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে তানজানিয়ান ছাত্রীকে বিবস্ত্র করে মারধর

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে লেখাপড়া করতে আসা একুশ বছর বয়সী তানজানিয়ান এক ছাত্রী নিগ্রহের শিকার হয়েছেন। ভারতের বেঙ্গালুরুর রাস্তায় প্রকাশ্যে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, সুদান থেকে আসা এক যুবকের গাড়িতে চাপা পড়ে জনৈক মহিলার মৃত্যু হয়েছিল। গত রোববার রাতের সেই ঘটনায় রাস্তায় নামে উত্তেজিত জনতা। ঠিক সেই মুহূর্তেই ওই ভিড়ের মধ্যে গাড়িতে অকুস্থলে এসে পড়েছিলেন তানজানিয়া থেকে বেঙ্গালুরুতে পড়তে আসা এক ছাত্রী। একুশ বছরের সেই মেয়েটিকে নিশানা করেই ক্ষোভ প্রকাশ করতে থাকে বিক্ষুব্ধ জনতা। বেঙ্গালুরুর যে এলাকায় ঘটনাটি ঘটেছে ওই এলাকায় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অনেক ছেলেমেয়ে লেখাপড়া করতে আসে। এ ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইটে জানান, বেঙ্গালুরুতে তানজানিয়ার ওই ছাত্রীর সঙ্গে যে লজ্জাজনক ঘটনা ঘটেছে তাতে আমরা অত্যন্ত মর্মাহত। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে বলেছি, অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করতে। পুলিশ সূত্রে জানা যায়, চালক মাতাল অবস্থায় ছিলেন। গাড়িটি বছর পঁয়ত্রিশের এক পথচারী মহিলাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর জখম হন মহিলার স্বামীও। জনতা অভিযুক্ত যুবককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোর করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন