শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কমলনগরে ই-নামজারি বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৩:২২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে ভূমি হস্তান্তর, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, আদায় ও দাখিলার প্রয়োজনীয় বিষয়ে সচেতনামুলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

৩ দিন ব্যাপী প্রশিক্ষনের আজ দ্বিতীয় দিন সকালে উপজেলা ইউআরসি ট্রেনিং সেন্টারে ভূমি উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকার বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করেন।জেলা ই-নামজারি প্রশিক্ষক মো. মাকসুদুর রহমান,কমলনগর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইউছুফ আলী মিঠু,সাংবাদিক মুছাকািলমুল্লাহ,আমানত উল্যাহ,ইসমাইল হোসেন বিপ্লব সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষনে জানান,ভূমি নামজারি এখন সরাসরি অনলাইনের মাধ্যমে মাত্র ১১৭০ টাকায় করা যায়। কোন রকম দালাল ছাড়াই এটি করা যাবে। ই-নামজারি করতে খতিয়ান, দলিল, ভূমি কর রশিদ এবং ব্যাক্তির ছবি ও এনআইডি কার্ড লাগবে। এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সংযুক্ত করে ই-নামজারি করা যায়। ই-নামজারি জমির মালিকানা শর্তে খুবই গুরুত্বপূর্ণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন