ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত কার্টুন পূণঃপ্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টার, বার্মিংহাম, ইউকের পরিচালক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ হাফিয সাব্বির আহমদ।
তিনি আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রেসবার্তায় বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ড্রেনমার্কের এক পত্রিকায় প্রকাশিত ব্যাঙ্গকার্টুন পুণরায় প্রকাশ করে ফ্রান্সের শার্লি হেবদো পত্রিকা। এ ঘটনার পর ২০১৫ সালে ওই অফিসে হামলার ঘটনা ঘটে। ওই হামলাকারীদের বিচারের শুনানি শুরুর প্রাক্কালে আবারও একই ব্যাঙ্গ কার্টুন প্রকাশ করে পত্রিকাটি। এটা এক ধরনের উস্কানি। হযরত মুহাম্মদ (সা.) মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি। তাকে নিয়ে বারবার এমন কার্টুন প্রকাশ করা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। এর মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বারবার আঘাত কারা হচ্ছে।
মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে এসব বিষোদগার ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। উন্নত বিশে^র একটি দেশে এমন পরিকল্পিত ঘটনা মতপ্রকাশ নয় বরং ভিন্নমতের মানুষের কলিজায় আঘাত দেওয়াই উদ্দেশ্য। আমরা এমন মতপ্রকাশের স্বাধীনতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
আলহাজ হাফিয সাব্বির আহমদ মুসলমানদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাপি মুসলমানদের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সর্বোচ্চ প্রতিবাদ জানাতে হবে। রাসূল (সা.) এর শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগাতে হবে। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে। রাসূল (সা.) এর প্রতি দরুদ ও সালাম পেশ করে আমাদের ভালবাসা বহিঃপ্রকাশ করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন